বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব
প্রিয় পাঠক আজকের আর্টিকেলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। কেননা মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। বর্তমান পৃথিবীজুড়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো জলবায়ু পরিবর্তন।
বর্তমানে বাংলাদেশে জলবায়ুর ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আর এই পরিবর্তন জনিত কারণে পরিবেশ ও মানবজাতির উপর নানা ক্ষতিকর প্রভাব পড়ছে। আর জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত দেশ গুলোর মধ্যে অন্যতম প্রধান বাংলাদেশ।
ভূমিকা
দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশ, যা ভৌগলিক কারণে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে স্থান পেয়েছে। আর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃসংবাদ হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় অঞ্চল সমূহ তলিয়ে যাওয়া।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব
বাংলাদেশের মানুষের বিভিন্ন দৈনন্দিন কর্মকান্ডের ফলে বায়ুমণ্ডলের গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক আইপিসিসি (Intergovernmental Panel or Climate Change) এর ১৯৮০-২০০৭ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের গড় তাপমাত্রা ০.২°-১.০°সে. পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।বিশেষজ্ঞদের মতে, গত শতাব্দীতেই পৃথিবীর তাপমাত্রা ০.৭৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।
আর এভাবে বাড়তে থাকলে ২০১৫ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে ১৫৩ সে.মি এবং ২১০০ সালে ৪৬০ সেন্টিমিটারে পৌঁছবে। তবে পৃথিবীর যেসব দেশের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫-১০ মিটারের মধ্যে যেসব দেশের বেশিরভাগ অংশ আগামী ৫০ বছরের মধ্যে সাগর গর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। নিম্নে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আলোচনা করা হলো-
১/কৃষিতে ঝুঁকি
গবেষণায় দেখা গেছে যে, বাংলাদেশে উচ্চ তাপমাত্রার ফলে সকল মৌসুমের আউশ, আমন ও বোরো ধানের উৎপাদন কমবে। আর আর্দ্র ও গরম আবহাওয়ার জন্য ফসলের ক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রবও বাড়বে। এর ফলে আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তা একটি বড় বিপর্যয় বয়ে আনবে।
২/বন্যা ও প্লাবনের সৃষ্টি
বিজ্ঞানীদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.৫ মিটার বাড়লে বাংলাদেশের ২২ হাজার বর্গ কিলোমিটার বা প্রায় ১৬% এলাকা পুরোপুরি সমুদ্র গর্ভে নিমজ্জিত হবে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশব্যাপী স্বল্পস্থায়ী বৃষ্টিপাত বাড়বে। এতে বর্ষা মৌসুমে নদী-নালাতে পানি প্রবাহ বাড়বে। আর একই সঙ্গে সমুদ্রের পানির উচ্চতা বাড়লে নদীর পানির উচ্চতাও বাড়বে। ফলে বন্যার প্রকোপ আগের তুলনায় বহুগুণ বাড়বে।
৩/খরা বৃদ্ধি
বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে খরা প্রবণ অঞ্চলের খরার তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে।এছাড়াও নতুন নতুন খরাপ্রবণ অঞ্চল তৈরি হয়েছে। ফলে কৃষির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এতে করে মরুকরণ প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে।
৪/উপকূলীয় পরিবেশের উপর ঝুঁকি
একটি সমীক্ষায় দেখা গেছে, আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা গুলোর মধ্যে চার ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এগুলো হলো-ক) পানির ও মাটির লবণাক্ততা বৃদ্ধি, খ) জল নিষ্কাশনের সমস্যা বা জলাবদ্ধতা, গ) আবহাওয়ার চরমভাবাপন্নতা ও ঘ) সমুদ্র উপকূলবর্তী ভূ- প্রকৃতির পরিবর্তন।
৫/সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস
জলবায়ু পরিবর্তনের জন্য ঘন ঘন ঝড় ও জলোচ্ছ্বাস হবে এবং এগুলোর প্রচন্ডতা বাড়বে।এছাড়াও দেখা যায় যে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অগভীর মোহনা থাকার কারণে জলোচ্ছ্বাসের প্রকোপ অনেক বেশি হয়।
৬/নদীর মোহনা ও সামুদ্রিক ভাঙ্গন
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটা ব্যাপক প্রভাব বিস্তার করে। জলবায়ু পরিবর্তনের ফলে কিছু এলাকায় সমুদ্র ধীরে ধীরে ভূ-ভাগের দিকে এগিয়ে আসে। বিজ্ঞানীদের মতে, ২০৩০ সালের মধ্যে ১২০ কিলোমিটার পর্যন্ত এলাকার ভেতর ঢুকে যাবে। এতে কক্সবাজার সমুদ্র সৈকত সমুদ্রে বিলীন হয়ে যাবে।
৭) জীববৈচিত্র্য ধ্বংস
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে করে বনাঞ্চল ধ্বংস হচ্ছে। আর বিভিন্ন প্রজাতিরা আজ বিলুপ্তির পথে, কারণ তারা পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে পারছে না।
৮/নদ-নদীর প্রবাহ হ্রাস
বাংলাদেশ একটি নদীমাতৃক কৃষি প্রধান দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হবে। এর ফলে প্রধান নদীগুলোর প্রবাহ হ্রাস পাবে এবং নদীর প্রবাহের কারণে সামুদ্রিক লোনা পানি সহজে দেশের অভ্যন্তরীণ নদীতে প্রবেশ করে লবণাক্ততার মাত্রা বাড়িয়ে দেবে। ফলে কৃষিতে প্রয়োজনীয় মিঠা পানির অভাব দেখা দেবে এবং দেশের সম্পদের বিপুল ক্ষতি হবে।
৯/সম্পদ হানি
জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। যেমন-ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, ভূমিধস, খরা, ভূমিকম্প, সুনামি প্রভৃতি। আর এইসব প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক সম্পদের ক্ষতিসাধন করে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত কারণে প্রায় প্রতিবছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। আর এইসব প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি ফসল, গবাদি পশু, ঘরবাড়ি, রাস্তা-ঘাট, বিভিন্ন ধরনের অবকাঠামোসহ নানা ধরনের ক্ষতিসাধন হয়।
১০/মানব স্বাস্থ্যের ঝুঁকি
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মানব স্বাস্থ্যের ক্ষেত্রে চরম ঝুঁকির সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেমন-ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, হৃদনালির ও শ্বসনতন্ত্রের রোগ, অপুষ্টি এবং বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১১/বনাঞ্চলের ক্ষতিসাধন
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অতিবৃষ্টি ও খরা দেখা দিচ্ছে। যার ফলে এ দেশের বিভিন্ন বনাঞ্চলের গাছপালা, জীবজন্তু, পশুপাখির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।বিশেষজ্ঞদের মত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই সুন্দরবনের সুন্দরী গাছের ব্যাপক মাত্রায় আগামরা রোগ দেখা দিয়েছে। এছাড়াও সুন্দরবনের অন্যান্য গাছেও আগামরা ও কঙ্কালকরণ পোকার আক্রমণের শিকার হচ্ছে।
১২/মাটির লবণাক্ততা বৃদ্ধি
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা যায়। অতি বৃষ্টির দরুন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলের অভ্যন্তর ভাগে এই লবণাক্ত পানি ঢুকে পড়ছে। যার ফলে মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে এবং কৃষিকাজের সমস্যা সৃষ্টি করছে।
১৩/তাপমাত্রা বৃদ্ধি
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেখা যায় গ্রীষ্মকালে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায় আবার শীতকালে শীতের তীব্রতা অনেক কম অনুভূত হয়।
১৪/অর্থনীতির উপর প্রভাব
জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও মৎস্য উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন জনিত কারণে প্রতিবছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে।আর এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। যার ফলে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে।
উপসংহার
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের পরিবেশিক ক্ষেত্রসহ প্রায় সকল আর্থ-সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় হুমকি হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।তাই আমাদের উচিত জলবায়ু পরিবর্তন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুরো বিশ্ব বাসীর মনোযোগ আকর্ষণ করা। আজকের আর্টিকেলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।