বাংলাদেশে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর

আজকের আর্টিকেলে বাংলাদেশে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের নগরীয় জনসংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে বাংলাদেশে এ বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি।নগরীয় জনপদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ-সুবিধা,ব্যবসা-বাণিজ্যের প্রসার,শিল্পায়ন ও উন্নত জীবনযাপন ইত্যাদির কারণে গ্রামীণ জনসাধারণ ক্রমেই শহরে চলে আসছে। যার ফলে দেশের সকল নগরীয় জনপদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর
বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে নগর গড়ে ওঠে। আর নগর কেন্দ্র হচ্ছে নগরের ভিত্তি স্থল বা কেন্দ্রবিন্দু। নিম্নে বাংলাদেশে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হলো

ভূমিকা

শহরায়ন বা নগরায়ন হলো এমন এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কৃষিভিত্তিক পেশা থেকে জীবন ব্যবস্থা অকৃষি পেশা বা জীবনযাপন প্রণালীতে ধীরে ধীরে স্থানান্তরিত বা রূপান্তরিত হয়। আধুনিক সভ্য জগতের অন্যতম বাহন হলো এ শহরায়ন বা নগরায়ন। মানব জীবনের নানা ঘাত-প্রতিঘাত, জিজ্ঞাসার জন্ম এই শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়। শহরায়ন মানুষের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা- বিধ পরিবর্তন সাধনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।বাংলাদেশে নগরায়ন বা শহরায়নের বিকাশ একদিনে হয়নি, বরং তা দীর্ঘদিনের কার্য প্রক্রিয়ার ফলশ্রুতি।

বাংলাদেশে শহরায়ন/নগরায়নের বৈশিষ্ট্য

বাংলাদেশ প্রায় তিন যুগ আগে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এর আগে ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে প্রশাসনের কেন্দ্রস্থল ও শিক্ষা দীক্ষার সুযোগ-সুবিধাসহ বিভিন্ন কারণে এদেশে শহরায়ন প্রক্রিয়া শুরু হয়।স্বাধীনতা পরবর্তীকাল থেকে বৃহত্তর পরিধিতে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিকাশের ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আর এর ফলে এদেশের শহরায়নের প্রকৃতি/বৈশিষ্ট্যের ক্ষেত্রেও যোগ হয়েছে নতুন মাত্রা।নিম্নে বাংলাদেশের শহরায়নের/নগরায়নের প্রকৃতি/বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হলো:

১/আকর্ষণমূলক উপাদান

শহুরে জীবনের স্বাভাবিক ধর্মই হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক ভোগ্য পণ্য লাভের সুবিধা সংবলিত আবাসন ব্যবস্থা।তাছাড়া শিক্ষা,স্বাস্থ্য,চিত্তবিনোদন এবং সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে শহরাঞ্চলই অধিকতর সমৃদ্ধ বলে গণ্য। আর এসবের প্রতি প্রবল আকর্ষণ এদেশের মানুষকে শহরমুখী/নগরমুখী হতে বাধ্য করছে যা শহরায়নের বিস্তৃতি ঘটাচ্ছে।

২/বিকর্ষণজনিত উপাদান

দারিদ্র্যক্লিষ্ট গ্রামীণ সমাজ জীবন স্বভাবতই নানা রকম আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার শিকার। আর প্রাকৃতিক দুর্যোগসহ নানা রকম অনিশ্চয়তার হুমকি মোকাবিলায় মানুষ শহরে এসে আবাসস্থল গড়ে তুলছে। ফলে নতুন নতুন শহর, বন্দর ও শিল্পের বিস্তার ঘটছে।

৩/কর্মসংস্থানের সুযোগ

শহরাঞ্চলে ব্যাপক ভিত্তিক কলকারখানা ও প্রশাসনিক কাঠামো গড়ে উঠায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া ন্যায্য মজুরি পাওয়ার নিশ্চয়তা শহরাঞ্চলেই বিদ্যমান। এসব কারণে মানুষ কাজের সন্ধানে শহরে এসে ভিড় করছে বলে বাংলাদেশে শহরায়নের গতি, প্রকৃতি ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হচ্ছে।

৪/পেশাগত পরিবর্তন

গ্রামীণ শিক্ষিত জনগোষ্ঠী চাকরি লাভের আশায় শহরে পাড়ি জমায়। শহরে এসে কাজে নিয়োজিত হয়ে গেলে দেখা যায় যে, শহর ছেড়ে তারা অন্যত্র যেতে চাই না।এক পর্যায়ে চাকরিজীবী গ্রাম্য লোকজন সপরিবারেই শহরে আবাসস্থল গড়ে তুলে শহরায়নকে দ্রুততর করছে।

৫/পারিবারিক বিশৃঙ্খলা

বাংলাদেশে প্রচলিত যৌথ পরিবার ব্যবস্থায় আর আগের মতো পারিবারিক বন্ধন নেই।আর পরিবারের সদস্যদের অধিক সচেতনতা এবং স্বার্থের দ্বন্দ্ব পারিবারিক জীবনে বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে। এর ফলে মানুষ শহরে এসে একক পরিবার গড়ে তুলছে যার ফলে শহরকেন্দ্রিকতা বর্তমান বাংলাদেশে ব্যাপকতা লাভ করেছে।আর এভাবে পারিবারিক জীবনে আধুনিক উপকরণ গুলোর ব্যবহার বৃদ্ধিকল্পে গ্রামীণ যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকেই শহরে এসে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার গড়ে তুলছে।

৬/আর্থ-সামাজিক প্রতিষ্ঠান

সরকারি ও বেসরকারি পর্যায়ের সেবামূলক আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান বা প্রকল্প গুলোর অধিকাংশই শহরকেন্দ্রিক। ফলে শহরের প্রতি মানুষের আকর্ষণ বেড়েই চলছে যা শহরায়নের বিস্তৃতি ঘটাচ্ছে। যেমন-ব্যাংক, বীমা ও বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও কল্যাণমুখী প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই এদেশের শহর কিংবা এর আশেপাশের এলাকা থেকে যাত্রা শুরু করে থাকে। তাই এদেশের মানুষের মধ্যে শহরমুখী হওয়ার প্রবণতা বেশি।

৭/শহুরে ও গ্রামীণ জীবনের অসমতা

বাংলাদেশের মানুষের জীবনযাত্রার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উন্নত সুযোগ-সুবিধা সংবলিত শহুরে জীবন এবং সুবিধা বঞ্চিত গ্রামীণ অনুন্নত জীবন। এ দুইয়ের প্রতি দৃষ্টি দিলে দেখা যায়, সভ্যতার আধুনিক উপকরণ যে হারে শহরে ভোগ করা যাচ্ছে, গ্রামে সেই হারে ভোগ করা যাচ্ছে না। তাই আধুনিক ভোগবিলাস ও উন্নত জীবনযাত্রার প্রত্যাশীরা শহরের দিকে ধাবিত হচ্ছে।

শেষ কথা

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নানা কারণে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাই নগর জীবনে বিদ্যমান চাকচিক্য বা আকস্মিক ব্যাপকতর সুবিধাদি এদেশের মানুষের মাঝে আশার প্রদীপ জ্বালিয়েছে। এর ফলে শহরায়ন/নগরায়ন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাছাড়া বর্তমান যুগের বিজ্ঞান ও প্রযুক্তিগত কলাকৌশলের নতুন নতুন আবিষ্কার মানুষের চাহিদার ক্ষেত্রেও ব্যাপকতা সৃষ্টি করেছে। মানুষ দিনের পর দিন অধিক সুখ-স্বাচ্ছন্দ্য লাভের আশায় শহরমুখী হচ্ছে। এভাবে হয়তো একদিন গোটা বাংলাদেশটাই মেগাসিটিতে পরিণত হতে পারে। আজকের আর্টিকেলে বাংলাদেশে নগরায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হয়েছে। আশা করি আর্টিকেলটি পড়লে আপনারা অনেক উপকৃত হবেন।
Previous Post
No Comment
Add Comment
comment url