বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা সমূহ আলোচনা কর
প্রিয় পাঠক আপনারা কি বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা সমূহ সম্পর্কে জানতে চান।তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।শহরায়ন বা নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কৃষি ভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে অকৃষি পেশায় জীবনযাপন প্রণালীতে ধীরে ধীরে স্থানান্তরিত হয়।আর বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট নানা সমস্যার সম্মুখীন হতে হয় এদেশের জনগণকে। বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা সমূহ নিম্নে তুলে ধরা হলো।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, শহরায়ন/নগরায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যাতে দেশের জনসংখ্যার একটি ক্রমবর্ধমান অংশ শহরে বা নগরে বাস করে।
ভূমিকা
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ।পৃথিবীর ঘনবসতি পূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অতিরিক্ত জনসংখ্যার কারণে এদেশের ভূমিহীন মানুষ ব্যাপক হারে কর্মের সন্ধানে শহরমুখী হচ্ছে।নগর জনসংখ্যার সর্বোচ্চ বৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম।আর এখানে নগর জনসংখ্যা বৃদ্ধির হার বছরে শতকরা প্রায় ৫ ভাগ।অথচ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১.৪২ ভাগ। তবে দ্রুত শহরায়নের ফলে নগর দারিদ্র্যও ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। শহরাঞ্চলে বর্ধিত জনসংখ্যা, তাদের কর্মসংস্থান, গৃহায়ন, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি সমস্যা দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে।
আরো পড়ুন:
বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা সমূহ
নিম্নে বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট প্রধান সমস্যা সমূহ আলোচনা করা হলো:
১) বস্তি সমস্যা
গ্রামীণ দরিদ্র জনসাধারণ যারা কর্মহীন, ভূমিহীন, নদী ভাঙ্গনের শিকার, প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা তারা জীবিকার সন্ধানে শহর এলাকায় ভিড় জমায়। প্রাথমিক ভাবে শহর এলাকায় রিকশা চালনা, বাসের হেলপারি, ঠেলাগাড়ি চালনা, ভ্যান চালনা, বাসা বাড়িতে ঝি-এর কাজ ইত্যাদি কার্যক্রমে এরা অংশগ্রহণ করে।কিন্তু আয় স্বল্প হওয়ার কারণে শহরের ব্যয়বহুল জীবনযাত্রার সাথে এরা খারাপ খাওয়াতে না পারায় বাধ্য হয়ে এরা শহর এলাকায় অবৈধ বসতি স্থাপন করে।
আবার এরা বাধ্য হয়ে শহরের খাস জমি, রেললাইন, মহাসড়ক, সড়ক, সরকারি কলোনি প্রভৃতির আশেপাশে অপরিকল্পিত ও বিক্ষিপ্তভাবে বস্তি গড়ে তোলে।বাংলাদেশের শহরায়নে এ সমস্যা অত্যন্ত প্রকট। বিশেষ করে ঢাকা মহানগরীতে এটি মারাত্মক আকার ধারণ করেছে।
২) গৃহায়ন সমস্যা
মানুষের মৌলিক অধিকার গুলোর মধ্যে বাসস্থান অন্যতম।আর বাংলাদেশের শহরায়নের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো বাসস্থান বা গৃহায়ন সমস্যা। শহর এলাকার শতকরা ৭৩ ভাগ লোকের নিজস্ব কোনো গৃহ নেই। তবে ২৬ ভাগ লোকের নিজস্ব একক গৃহ রয়েছে। যাদের গৃহ নেই, তাদের মধ্যে শতকরা ৫৫ ভাগ ভাড়ায় বা সরকারি কলোনিতে, ৯ ভাগ অবৈধ স্থানে এবং ৭ ভাগ মানুষ ভাড়া প্রদান না করে অবৈধভাবে বসবাস করছে।
আর শহর এলাকায় এখনো পাকা বাড়ির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। প্রায় অর্ধেক বাড়ি কাঁচা। নিম্ন আয়, ভূমি স্বল্পতা, কর্মহীনতা, বেকারত্ব, দ্রুত নগরীয় জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি সমস্যার কারণে বাংলাদেশে দিন দিন নগর গৃহায়ন সমস্যা প্রকট আকার ধারণ করছে।
৩) ভূমি স্বল্পতা
বাংলাদেশের শহর এলাকায় ভূমির যোগান অত্যন্ত সীমিত। আর ঢাকা মেট্রোপলিটন শহরের আয়তন মাত্র ১,৩৫৩ বর্গ কিমি. কিন্তু জনসংখ্যা প্রায় ৫৫,৭৫,১০০।এ জনসংখ্যার তুলনায় আয়তন খুবই কম। আর দারিদ্র্য, বেকারত্ব ও ভূমিহীনতার কারণে বাংলাদেশের নগর ভূমি অবস্থা আরো নাজুক হচ্ছে। বর্তমানে নিম্ন আয় এবং দরিদ্র লোকদের নিকট শহর এলাকায় একখণ্ড জমির মালিকানা এখন স্বপ্নাতীত।
বাংলাদেশের মাত্র ১৮% গরিব লোকের নিজস্ব জমি রয়েছে; বাকি ৮২% গরিব লোকের নিজস্ব কোন জমি নেই। এক সমীক্ষায় দেখা যায়, শহরের মাত্র ৯% অধিবাসী ৩৭% ভূমির মালিক এবং ২৩% অধিবাসী বাকি ৬৩% ভূমির মালিক।সুতরাং ভূমির স্বল্পতা এবং মালিকানা সমস্যা বাংলাদেশের শহরায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। দিন দিন এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে।
৪) পরিবেশগত সমস্যা
শহর এলাকায় পরিবেশ দূষণ একটি জটিল সমস্যা।এটি থেকে স্বাস্থ্যসহ অন্যান্য সমস্যা সৃষ্টি হয়। শহর এলাকার পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কলকারখানার ধোয়া ও নিক্ষিপ্ত বর্জ্য পদার্থ বায়ু, পানি ইত্যাদি দূষিত করছে। আর ২০০২ সাল থেকে টু-স্ট্রোক ইঞ্জিন চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করায় ঢাকা শহরের বায়ু দূষণ বেশ কিছুটা কমেছে।
আরো পড়ুন:গ্রামীণ বসতির বৈশিষ্ট্য বর্ণনা কর
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করায় মাটি দূষণও বহুলাংশে হ্রাস পেয়েছে।তবে সার্বিক বিবেচনায় বাংলাদেশের পরিবেশ দূষণ বিশেষ করে শহর এলাকায় এই দূষণ সহনীয় মাত্রার অনেক উপরে পৌঁছে গেছে। এ ব্যাপারে এখনই আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। অন্যথায় একদিন শহরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
৫) বেকার সমস্যা
বেকারত্ব বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা।আর শহর এলাকায় এ সমস্যা আরো তীব্র। শহরের দরিদ্র পরিবার গুলোতে বেকারত্ব একটি জটিল সমস্যা। ২০০৩ সালের লেবার ফোর্স সার্ভে অনুসারে দেশের কর্মক্ষম লোকের মধ্যে ২০ লক্ষ লোক বেকার।বর্তমানে এ বেকার সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। আর ঢাকায় এই জনসংখ্যা প্রায় ৪৭%।বাংলাদেশে শহরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত পরিবেশ, বিনোদন কেন্দ্র সাংস্কৃতিক বলয় প্রভৃতির আকর্ষণে গ্রামের মানুষ প্রতিনিয়ত শহর এলাকায় ভিড় জমায়। ফলে বর্ধিত এ নগর জনসংখ্যা থেকেও বেকার জনগোষ্ঠীতে নতুন বেকার সংযোজিত হয়। এটি বাংলাদেশের নগরায়নের জন্য হুমকিস্বরূপ।
৬) দারিদ্র্য
দারিদ্র্য বাংলাদেশের শহর এলাকার অন্যতম প্রধান সমস্যা। বাংলাদেশের শহর এলাকার প্রায় ৪৩.২০% লোক চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ঢাকায় এর সংখ্যা প্রায় ৩১.৮৮%। আর এইসব মানুষ শহর এলাকায় অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস করে।বাংলাদেশের শহরায়ন যত দ্রুত সম্প্রসারিত হচ্ছে শহরের দারিদ্র্য সমস্যাও তত প্রকট আকার ধারণ করছে।
৭) স্বাস্থ্য সমস্যা
বাংলাদেশে শহর এলাকায় সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষের স্বাস্থ্যগত সমস্যাটা বেশি।শহর এলাকায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এমন পরিবার সমূহের প্রায় ১৬.৯২% লোক কোনো না কোনো রোগে আক্রান্ত।আর ঢাকায় এর সংখ্যা ১৮.৮২%। এরা সাধারণত জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, গ্যাস্ট্রিক, আলসার, মেয়েলি রোগ, রক্তচাপ, অ্যাজমা, ডায়াবেটিস, ক্যান্সার এবং বিভিন্ন ধরনের চর্ম ও যৌন রোগে আক্রান্ত হয়। এছাড়া শহরের দরিদ্র পরিবার সমূহের মধ্যে প্রায় ৪৪% শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এসব পরিবারে খাবার পানি, পায়খানার ব্যবহার এবং স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত নাজুক বিধায় এদের মধ্যে স্বাস্থ্যগত সমস্যা বেড়েই চলেছে।
৮) সন্ত্রাস
বাংলাদেশের শহর এলাকায় সন্ত্রাস একটি মারাত্মক সমস্যা।দারিদ্র্য,বেকারত্ব,শহরায়ন,শিল্পায়ন, মাদকাসক্তি, সিনেমা,সামাজিক নিয়ন্ত্রণের অভাব,পারিবারিক ভাঙ্গন, সামাজিক মূল্যবোধের পরিবর্তন, ,দূষিত রাজনীতি ইত্যাদি কারণে শহরে সন্ত্রাসী কার্যকলাপ ঘটে থাকে। তবে সবচেয়ে বড় কারণ হলো রাজনৈতিক দলগুলোর শহর এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সন্ত্রাসী কার্যকলাপকে বেছে নেওয়া।
এছাড়া বাংলাদেশের শহর এলাকায় আইনের শাসনের অভাব, রাজনৈতিক চেতনা এবং সামাজিক নেতৃত্বে দুর্বলতা, মূল্যবোধের অবক্ষয়, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি প্রভৃতি বিষয় শহর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপকে উৎসাহিত ও সম্প্রসারণের জন্য নিয়ামক হিসেবে কাজ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে বাংলাদেশের শহর এলাকায় খুন, ধর্ষণ, নারী নির্যাতন, নারী অপহরণ, চাঁদাবাজি, জুয়া, মদ প্রভৃতি কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৯) পরিবহন ও যোগাযোগ সমস্যা
পরিবহন ও যোগাযোগ সমস্যা বাংলাদেশের শহরাঞ্চলে বিশেষ করে ঢাকা মহানগরীতে অত্যন্ত প্রকট।আর শহর এলাকায় পর্যাপ্ত রাস্তাঘাট,প্রশস্ত সড়ক, উন্নত ট্রাফিক ব্যবস্থা, প্রয়োজনীয় যানবাহন প্রভৃতির অভাব রয়েছে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, আইনের প্রতি শ্রদ্ধা, ট্রাফিক আইন মেনে চলা প্রভৃতি বিষয়গুলোর প্রতি শহর এলাকার যানবাহন চালকদের অবহেলা এবং অসাধু ট্রাফিক পুলিশের দৌরাত্ম শহর পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে সমস্যাকে আরো তীব্রতর করছে।
১০) বিশুদ্ধ পানির সংকট
বাংলাদেশের শহর এলাকাগুলোতে এখনো বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি। বাংলাদেশের শহরাঞ্চলে ৩৩.৫% নলের সাহায্যে পানি এবং ৫৬.২% টিউবওয়েলের পানি ব্যবহার করে যা ঢাকায় যথাক্রমে ৫৫% ও ৪৩.৫%। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিকের প্রাদুর্ভাবের কারণে অনেক টিউবওয়েলের পানি আর্সেনিক আক্রান্ত। ফলে বিশুদ্ধ খাবার পানির সংকট বর্তমানে শহরাঞ্চলে প্রকট।
১১) জ্বালানি সমস্যা
জ্বালানি সমস্যা বাংলাদেশের শহরাঞ্চলগুলোর অন্যতম একটি প্রধান সমস্যা।বৃহৎ শহরগুলোতে গ্যাসের ব্যবহার শুরু হলেও অধিকাংশ শহরে কাঠ,বাঁশ,কয়লা,পাটখড়ি, খড়কুটা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।আর জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বৃদ্ধির ফলে বন উজাড় করা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
১২) লোডশেডিং বা বিদ্যুৎ ঘাটতি
বাংলাদেশে এখন পর্যন্ত বিদ্যুৎ সমস্যা মারাত্মক পর্যায়ে রয়েছে।আর বর্তমানে দেশে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় ১০,০০০ মেগাওয়াটের বেশি, অথচ দেশে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ মাত্র ৮, ৮১২ মেগাওয়াট। বিদ্যুতের সিস্টেম লস ৪০%।বাংলাদেশের শহরাঞ্চলে অধিকাংশ বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে।শহরাঞ্চলে লোডশেডিং হলো সবচেয়ে অস্বস্তিকর ও পীড়াদায়ক সমস্যা।
১৩) পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব
শহর এলাকার ময়লা আবর্জনা যথাযথভাবে সংরক্ষণ না করে রাস্তার উপরে খোলা অবস্থায় ফেলে রাখা হয়।ফলে মারাত্মকভাবে পরিবেশ ও বায়ু, পানি, মাটি দূষণ ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সিটি কর্পোরেশনের দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা ও দুর্নীতির কারণে দিন দিন এ অবস্থা আরো শোচনীয় হচ্ছে।
১৪) শিক্ষা সুবিধার অপ্রতুলতা
শহর এলাকায় যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে,স্কুল এবং কলেজের সংখ্যা সে হারে বৃদ্ধি পাচ্ছে না। ফলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পক্ষে লেখাপড়া করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক ছেলেমেয়ে শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কাজেই সরকারকে এ ব্যাপারে এখনই সচেতন হওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে।
১৫) জনসংখ্যা সমস্যা
নগরায়নের ফলে জীবনের অধিকতর সুযোগ- সুবিধার আশায় দলে দলে মানুষ গ্রাম ছেড়ে শহরে বসতি স্থাপন করছে। কিন্তু এ বর্ধিত জনসংখ্যার জন্য কর্ম, অন্ন, বস্ত্র, গৃহ, চিকিৎসা প্রভৃতি প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণ সমান হারে বৃদ্ধি না পাওয়ায় জনসংখ্যাস্ফীতি শহরে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
১৬) ড্রেনেজ বা সুয়ারেজ সমস্যা
বাংলাদেশের শহরাঞ্চলের ড্রেনেজ বা সুয়ারেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিপাত হলেই ড্রেনের ময়লা পানিতে রাস্তাঘাট ডুবে গিয়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অপরিকল্পিতভাবে শহর সম্প্রসারিত হওয়ায় সুয়ারেজ ব্যবস্থাও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে।ফলে শহরগুলোতে এ সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে।
১৭) উন্মুক্ত মাঠের অভাব
বাংলাদেশের শহর অঞ্চলগুলোতে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত মাঠের অভাব রয়েছে যা শহরে বেড়ে উঠা শিশুদের জন্য সমস্যা সৃষ্টি করে। ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হতে পারছে না।
১৮) অগ্নিকাণ্ড, বন্যা, দুর্যোগ সমস্যা
বাংলাদেশের শহরাঞ্চলের বস্তিগুলো ঘিঞ্জি, জনবহুল ও অপরিকল্পিত এলাকায় গড়ে উঠেছে। ফলে এসব বস্তি এবং বস্তির পাশে গড়ে উঠা অপরিকল্পিত মার্কেট ও বিপণিতে অগ্নিকাণ্ডে প্রায় প্রতিবছর বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।তাছাড়া বাংলাদেশের শহর গুলো বন্যা মুক্ত নয়। ১৯৯৮ সালে ঢাকা শহরে দীর্ঘস্থায়ী বন্যা হয়েছে।এছাড়া ২০০৭ সালে বন্যায় ঢাকাসহ বিভিন্ন শহরের নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকা পানির নিচে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য তেমন উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় অধিকাংশ সম্পদের ক্ষয়ক্ষতি হতে দেখা যায়।
১৯) নৈতিক অবনতি
নৈতিক অবনতি এদেশের শহরায়ন সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা। শহরাঞ্চলে দিন দিন মানুষের উপর সমাজের নিয়ন্ত্রণ মূলক প্রভাব কমে যাচ্ছে। এছাড়া শহরের অধিবাসীদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কঠোর পারিবারিক ও সামাজিক শাসনের কোন ব্যবস্থা না থাকায় তাদের অনেকে যথেচ্ছ আচরণ করে কলুষিত হয়ে পড়ে। এর ফলে শহর জীবনে মদ্যপান, জুয়া খেলা, অবৈধ যৌন সম্পর্ক প্রভৃতি অপকর্মের পরিমাণ দ্রুতহারে বৃদ্ধি পেয়ে থাকে।
শেষ কথা
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে,ঢাকা শহর অতিরিক্ত জনসংখ্যার চাপে নানাবিধ সমস্যায় জর্জরিত।শহরবাসী মানুষেরা শুধুমাত্র ঢাকা নয়,অন্যান্য শহর- নগরের ক্ষেত্রেও তারা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এসব সমস্যার আশু সমাধানের লক্ষ্যে সরকারকে ত্বরিত সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া সরকারকে সহযোগিতার জন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসব সমস্যার সমাধান করতে পারলেই বাংলাদেশের যথাযথ শহরায়ন সম্ভব হবে; অন্যথায় নয়। আজকের আর্টিকেলে বাংলাদেশে নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা সমূহ আলোচনা করা হয়েছে।